স্পোর্টস ডেস্ক ॥ অকল্যান্ড টেস্টে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পরাজয় বরণের কারণ হিসেবে পরোক্ষভাবে আম্পায়ারিংকে দুষলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরে টিম ইন্ডিয়ার নেতার সঙ্গে গলা মিলিয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও।
টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে আম্পায়ারের সিদ্ধান্তে আজিঙ্কা রাহানের ভুল আউটটাই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হারের চিত্রপট তৈরি করেছে এমনটা মনে করছেন ধোনি।
কিউইদের বিপক্ষে ৪০ রানে হারের পর ধোনি বললেন, ‘এই টেস্ট ম্যাচ ঘিরে আমার মধ্যে মিশ্র মনোভাব কাজ করছে। আমরা লক্ষ্যে পৌঁছাতে গিয়ে কিছু উইকেট হারিয়েছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ সময়ে রাহানের আউটটা মেনে নেয়া কঠিন। ওই আউটটা ম্যাচের রঙ বদলে দিয়েছে।’
শুধু ধোনি কেন, ভারতের হারের পর আম্পায়ারিংকে কাঠগড়ায় তুলছেন গাভাস্কারও। ভারতীয় এই লিটল জিনিয়াসের মতে, ‘অকল্যান্ডে খুব বাজে আম্পায়ারিং হয়েছে, যা ভারতকে ভুগিয়েছে। যেমন শেখর ধাওয়ানের আউটটি। খুব ভালো খেলছিল সে। বড় স্কোরের দিকেও হাঁটছিল। কিন্ত তাকে ভুল সিদ্ধান্তের বলি হতে হলো।’