শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > কৃষি ও জীবন > আমের মারাত্মক শুটি মোল্ড রোগের লক্ষণ ও করণীয়।

আমের মারাত্মক শুটি মোল্ড রোগের লক্ষণ ও করণীয়।

শেয়ার করুন

কৃষি ডেস্ক:
বাংলা ফাল্গুন মাস চলছে, আমের গাছে এখন মুকুল আসতে শুরু করেছে, এই সময় গাছের পাতা কালো পর্দা বা শুটি মোল্ড রোগ দেখা দেয়, যা মুকুল ঝরা সহ গাছের জীবনীশক্তি কেড়ে নেয়।
তাই বাংলাভূমি কৃষি ডেস্ক এ আজ এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে জানাবে।

রোগের কারণ: ছত্রাক (Capnodium mangiferae) ও জাপপোকা, হপার বা স্কেল পোকা-এর যৌথ কার্যক্রমে এ রোগ হয়।
আক্রান্ত স্থান কুৎসিত কালো দেখায় বলে এ রোগের এমন নামকরণ হয়েছে।

রোগের লক্ষণ:

১) পাতার উপরিভাগ কালো পাউডারের আস্তরণে ঢেকে যাওয়াই হচ্ছে এ রোগের প্রধান লক্ষণ।
২) পোকা রস চুষে খাওয়ার ফলে তা দ্বারা নি:সৃত মধুরসের কারণে মাধ্যমিক (Secondary) আক্রমণ হিসাবে ছত্রাক আক্রমণ করে।
৩) ঐ অবস্থায় ছত্রাকের প্রচুর কালো স্পোর পাতার পৃষ্ঠে লেগে যায় এবং কালো আস্তরণের সৃষ্টি করে।
৪) জা, কাঁঠাল, পেয়ারা, লেবু ইত্যাদিতেও এ রোগের প্রাদুর্ভাব ঘটে।
৫) পাতা সালোকসংশ্লেষণ করতে পারে না ও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
৬) গাছ দুর্বল হয়ে যায় ও ফল কম ধরে বা ধরে না, ফলেও কালো আস্তরণ পড়ে।

দমন ব্যবস্থা:

১) জাব পোকা, হপার পোকা দমন করে রাখা।
২) ফুল আসার আগে, আম মার্বেল দানার মত হলে একবার ও আম আরো বড় হলে আরেকবার কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা। (পোকা দমনের জন্য রিপকর্ড ও
ছত্রাকনাশক হিসাবে ডায়থেন এম-৪৫ ব্যবহার করা যায়)।
৩) পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ বা বাগান পরিষ্কার ও পোকামুক্ত রাখা।
৪) ম্যালাথিয়ন (০.০৩%) ও থিওভিট (০.২%) একত্রে মিশ্রিত করে ২ থেকে ৩ বার স্প্রে করা।

আরো উন্নত ব্যবস্থাপনার জন্য যোগাযোগ করুন ইউনিয়ন বা উপজেলা কৃষি কর্মকর্তার সাথে।