স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, নাট্যকার মজিবুর রহমানের রানা বলেন, আমি কাউন্সিলর পদে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমি ছোট বেলা থেকেই সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি চাই এ কাজকে আরো গতিশীল করার জন্য সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে পদ্ম ফুল মার্কা প্রতীকে নির্বাচনে প্রচার অভিযান চালিয়ে যাচিছ। আমার মার্কা পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আকুল আহ্বান করছি।
মজিবুর রহমান রানা বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি কুয়েত গাজীপুর প্রবাসী কল্যাণ সমিতি’র (রেজিঃ নং ৯২) সভাপতি। গাজীপুর জেলা হালকা যানবাহন চালক ইউনিয়নের (রেজিঃ নং ৩০২৬) সভাপতি। গাজীপুর জেলা নাগরিক কমিটির নির্বাহী সদস্য। শহীদ শাহাদাৎ হোসেন সোহাগ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বাংলাদেশ টেলিভিশনের নাট্য অভিনেতা।