শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আমিরের প্রত্যাবর্তনে আশাবাদী ইনজি

আমিরের প্রত্যাবর্তনে আশাবাদী ইনজি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

করাচি: স্পট-ফিক্সিং কাণ্ডে সাজাপ্রাপ্ত মুহাম্মদ আমির ফের বাইশ গজে ফেরায় খুশি ইনজামাম উল হক৷ আমিরের প্রত্যাবর্তনে পাক ক্রিকেট উপকৃত হবে বলে মনে করেন প্রাক্তন পাক অধিনায়ক৷

‘লর্ডস গেট’ কাণ্ডে পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ফের বাইশ গজে ফিরেছেন আমির৷ সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়র লিগে ভালো পারফরম্যান্সের জন্য নিউজিল্যান্ড সফরের আগে ২৪ বছরের বাঁ-হাতি পেসারকে জাতীয় শিবিরে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷ আগামী বছরে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের কথা ভেবেই আমিরকে দলে ফেরাল পাকিস্তান৷ বোর্ডের এই পদক্ষেপের প্রশংসা করেছেন ইনজামাম৷ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ১৯ মার্চ ধরমশালায়৷

বিপিএল-এর পর পিএসএল-এ খেলতে দেখা যাবে আমিরকে৷ করাচি কিংসের হয়ে খেলবেন বাঁ-হাতি পেসার৷ পাক ক্রিকেটের অন্যতম প্রতিভা আমির এখন পর্যন্ত ১৪টি টেস্টে ৫১টি উইকেট নিয়েছেন৷ কিন্তু তার সফল কেরিয়ার থমকে যায় ২০১০ স্পট-ফিক্সিং কাণ্ডে৷ লর্ডস টেস্টে ইচ্ছেকৃত নো-বল করায় পাঁচ বছরের জন্য নির্বাসিত হন আমির৷ তিন মাস আগেই নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফেরেন বাঁ-হাতি পেসার৷