শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > আমার শাসন আমলে আমি আদালতে হস্তক্ষেপ করি নাই : এরশাদ

আমার শাসন আমলে আমি আদালতে হস্তক্ষেপ করি নাই : এরশাদ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে নানা বিতর্ক হচ্ছে। আমার ৯ বছর শাসন আমলে আমি আদালতে হস্তক্ষেপ করি নাই। সম্পূর্ণ নিরপেক্ষ ছিলাম। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠ হবে বলে মনে করছেন এরশাদ। তিনি বলেন, আমার মনে হচ্ছে এবারের নির্বাচন গতবারের মতো হবে না। কারণ সমস্ত পৃথিবীর দৃষ্টি এখন নির্বাচনের দিকে।

গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের দিকে ক্ষমতা ছাড়তে হলেও রাজনীতিতে হোসাইন মোহাম্মদ এরশাদ ও তার জতীয় পার্টি এখনো আলোচনার বিষয়। ২০০৮ সালের নির্বাচনে আওযামী লীগের মহাজোটের অংশীদার ছিল জাতীয় পার্টি। বিএনপির বয়কটের সুযোগে ২০১৪ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন নিয়ে তারা বিরোধী দল হয়। একই সাথে সরকারের অংশ হওয়ায় সমালোচনার মুখে পড়ে জাতীয় পার্টি।

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চান এরশাদ। তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবো। সামনে কি হবে জানিনা, তবে সম্মিলিত জাতীয় জোট আমাদের সাথে যাবে। আমার মনে হয় আমরা ভাল করবো।

সূত্র : যমুনা টিভি