শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > “আমার পরিবারের ওপর অত্যাচার ভোলার নয়”

“আমার পরিবারের ওপর অত্যাচার ভোলার নয়”

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতা ছাড়ার পর আমার পরিবারের ওপর যে নির্যাতন হয়েছে তা ভোলার নয়। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পাল্টা অত্যাচার করে প্রতিশোধ নিতে চাই না। প্রতিবাদ করতে চাই।’ শুক্রবার বিকেলে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় জাতীয় পার্টির নেতা মোজাম্মেল হোসেন লালুর স্মরণ সভা ও দোয়া-মাহফিলে এসব কথা বলেন তিনি। গত সোমবার ৮১ বছর বয়েসে মৃত্যুবরণ করেন এরশাদের ভাই মোজাম্মেল হোসেন লালু। এরশাদ বলেন, ‘লালু আমার পরিবারের মধ্যে সবচেয়ে ভাল মানুষ। তার মধ্যে ক্ষমতার লোভ ছিল না। ভাই রাষ্ট্রপতি হওয়ার পর কোনো সুযোগ-সুবিধা নেয়নি। নিজের যোগ্যতায় জনতা ব্যাংকের এজিএম হয়েছিল। কিন্তু আমার পদত্যাগের পর লালুকে বিনাকারণে রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।’ এরশাদ বলেন, ‘লালু শুধু আমার ভাই-ই ছিল না। দলের একজন পরীক্ষিত নেতাও ছিল।’ জাপা চেয়ারম্যান বলেন, ‘আমার আরেক ভাই জিএম কাদেরকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। আমার পরিবারের ওপর যে নির্যাতন হয়েছে তা ভোলার নয়। আমার ছেলেকে স্কুলে পড়তে দেওয়া হয়নি। তার ছাত্র জীবনটাই নষ্ট করে দেওয়া হয়েছে। সব সহ্য করেছি। প্রতিশোধ নিতে চাই না, কিন্তু সারা জীবন এই অন্যায়ের প্রতিবাদ করব।’ স্মরণসভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ এমপি, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, এম এ হান্নান এমপি, নূরÑইÑ হাসনা লিলি চৌধুরী এমপি, সৈদয় আবু হোসেন বাবলা এম.পি, মীর আব্দুস সবুর আসুদ,এরশাদের বোন মেরিনা রহমান এমপি, রওশন আরা মান্নান এমপি প্রমুখ। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম