বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > আমার দেশ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন

আমার দেশ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কুষ্টিয়ায় আদালত চত্বরে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে গাজীপুরে। আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর ও সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা। সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জান আকাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, জনপ্রিয় ছাত্র নেতা ভিপি জয়নাল আবেদীন তালুকদার, প্রিন্সিপাল হুমায়ুন কবীর, সাংবাদিক নেতা এম এ হায়দার সরকার, শেখ আজিজুল হক, রেজাউল বারী বাবুল, এস এম হাবিবুর রহমান প্রমুখ।
বৃষ্টি উপেক্ষা করে জেলায় কর্মরত সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, আদালত চত্বরে একজন প্রখ্যাত সাংবাদিকের ওপর হিংস্র হামলা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নেই। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।