শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > আমরন অনশনে বসবেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা

আমরন অনশনে বসবেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
দাবি আদায় না হলে আমরন অনশনে বসবেন এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা ।

বুধবার আমাদের সময় ডট কম এর সাথে আলাপকালে এসব কথা বলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ।
তিনি বলেন রোদে পুরে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে টানা ১১ দিন অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি অনেক শিক্ষক অসুস্থ হয়ে পরেছে । তবুও সরকারে পক্ষ থেকে একবারও খোঁজ নেয়া হয়নি ।

তিনি অভিযোগ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী এমপিওভুক্তির প্রতিশ্রুতি দেয়ার পরেও মাননীয় শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যেগ গ্রহন করেননি । এমনকি মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি উপেক্ষা করে ২০১৮-১০১৯ প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্তির জন্য কোন অর্থ বরাদ্দ রাখেন নাই। এসময় তিনি বলেন ২০১৮-১৯ এর বাজেটে সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য কোন অর্থ বরাদ্দ না থাকলে রাজ পথেই আত্বহুতি দেয়ার মত সিদ্ধান্ত নিতে পিছপা হবনা ।

ফেডারেশনের সাধারন সম্পাদক ড. নিয় ভুষণ রায় বলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ফেডারেশন এই নিয়ে ২৮ বার এমপিওভক্তির জন্য আমরা রাজপথে বসেছি । মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব ।

গত ১০ জুন থেকে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ডাকে পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষকরা । ঈদের দিনে ভুখা মিছিল করেছেন। শিক্ষকদের এ আন্দোলন কর্মসূচি সোমবার ১১তম দিনে গড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ এখনো তাদের খোঁজ খবর নেননি। জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে পাশের সড়কে তারা অবস্থান নেন।

উল্লেখ্য এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে ওই অবস্থান কর্মসূচি চলার এক পর্যায়ে চলতি বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর তৎকালীন একান্ত সচিব সচিব সাজ্জাদুল হাসান। আশ্বাসের ভিত্তিতে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।