শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আবেদন খারিজ: যে কোনো সময় কাদের মোল্লার ফাঁসি

আবেদন খারিজ: যে কোনো সময় কাদের মোল্লার ফাঁসি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার বেলা ১২ টা ৮ মিনিটে এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এ আদেশের ফলে কাদের মোল্লার ফাঁসি কার্যকরে আর কোন বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে সকাল সোয়া ৯টায় দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়ে চলে টানা ১১ টা পর্যন্ত। এরপর আধঘণ্টা মুলতবি দিয়ে সাড়ে ১১টায় পুনরায় শুনানি শুরু হয়। ১১ টা ৪৭ মিনিটে আদালত শুনানি সম্পন্ন করে সিদ্ধান্ত নিতে এজলাস ত্যাগ করে চেম্বারে যান। পরে ফিরে এসে সংক্ষিপ্ত আদেশ শোনান।

শুনানিতে অংশ নেন আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন সাজা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের রায় দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আইনজীবীদের আবেদনে মঙ্গলবার রাতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রায় কার্যকর স্থগিত করেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ ফাঁসি কার্যকর করার কথা ছিল।