শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > আবারও সদস্য সংগ্রহ কর্মসূচির সময় বাড়ালো বিএনপি

আবারও সদস্য সংগ্রহ কর্মসূচির সময় বাড়ালো বিএনপি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সময় আরও এক মাস বাড়িয়েছে বিএনপি।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুইডেন বিএনপি শাখা আয়োজিত এক আলোচনা সভায় এই কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
‘অবাধ, নিরপেক্ষে ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব’ শীর্ষক এ সভায় রিজভী বলেন, দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সময় বৃদ্ধি করা হলো। অথ্যাৎ ১ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
উল্লেখ্য, গত ১লা জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের দুই মাসব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে ১০ টাকা। পরে রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে ১ অক্টোবর পর্যন্ত এক মাস বাড়ানোর ঘোষণা দেন।
আলোচনা সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনার পতনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মিজান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্যে রাখেন।