বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > আফগানিস্তান থেকে অর্ধেক সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে অর্ধেক সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
চলতি বছরের এপ্রিলের শেষের দিকে অর্থাৎ মে মাসের ১ তারিখের মধ্যেই আফগানিস্তান থেকে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। বুধবার তালেবানের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। খবর আল জাজিরা।

রাশিয়ার রাজধানী মস্কোতো অনুষ্ঠিত তালেবান এবং আফগানিস্তানের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর আব্দুল সালাম হানাফি জানিয়েছেন, চলতি মাসেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সাংবাদিকদের উদ্দেশে হানাফি বলেন, আমেরিকানরা আমাদের জানিয়েছেন যে, ফেব্রুয়ারির শুরু থেকে এপ্রিলের মাঝামাঝির মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়া হবে।

তবে পেন্টাগনের মুখপাত্র কর্নেল রব মানিং বলেন, সেনা প্রত্যাহারের বিষয়ে কোন নির্দেশনা পায়নি মার্কিন সেনাবাহিনী। তিনি বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলছে। তবে আফগানিস্তানে সেনা বাহিনীর সাংগঠনিক কোন পরিবর্তনের বিষয়ে কোন নির্দেশ পাঠানো হয়নি। কাবুলে নিযুক্ত এক মার্কিন সেনা মুখপাত্রও তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের কথা অস্বীকার করেছেন।