বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানে বিস্ফোরণে অন্তত ১৫ শিশু নিহত, আহত ২০

আফগানিস্তানে বিস্ফোরণে অন্তত ১৫ শিশু নিহত, আহত ২০

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ শিশু প্রাণ হারিয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, একটি যন্ত্রচালিত রিকশার পেছনে বোমা বিস্ফোরিত হয়েছে।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুরা এক লোকের কাছে পরিত্যক্ত বোমা বিক্রির চেষ্টার সময় সেটি বিস্ফোরিত হয়।

তালেবানও বলেছে, বিস্ফোরণটি দুর্ঘটনা ছিল।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশেই কোরআন পাঠের অনুষ্ঠান হচ্ছিল।

গজনির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা জানান, এক লোক যন্ত্রচালিত রিকশা নিয়ে গ্রামে প্রবেশের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তাকে চারদিক থেকে শিশুরা ঘিরে ধরেছিল।

পুলিশের মুখপাত্র আহমাদ খান অবশ্য বিস্ফোরণের জন্য তালেবানকেই দায়ী করেছেন।

তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, শিশুরা অবিস্ফোরিত বস্তুটি ক্রেতার কাছে নিয়ে যায় এবং তখন সেটি বিস্ফোরিত হয়। তিনি অবশ্য মৃতের সংখ্যা ১২ জন বলে দাবি করেছেন।

আফগান সরকার ও তালেবানদের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই সম্প্রতি দেশটিতে হামলা-সহিংসতার পরিমাণ অনেক বেড়ে গেছে।

সূত্র: বিবিসি