বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানে জঙ্গি হামলায় ২৩ সেনাসদস্যের মৃত্যু

আফগানিস্তানে জঙ্গি হামলায় ২৩ সেনাসদস্যের মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন ২০ হামলাকারীও।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ জানিয়েছেন, শুক্রবার মার্কিন-আফগান যৌথ সেনাক্যাম্প শোরাবে এ হামলার ঘটনা ঘটে। এটি দেশটির সবচেয়ে বড় সেনা ঘাঁটি।

হেলমান্দ সরকারের মুখপাত্র ওমর জোয়াক জানান, তালেবান জঙ্গিরা কমপক্ষে সাতটি আত্মঘাতী হামলা চালায়। এতে ২৩ সেনাকর্মী প্রাণ হারান। মৃত্যু হয় ২০ তালেবান সন্ত্রাসবাদীরও।

গত ৪৮ ঘণ্টায় এ সেনাক্যাম্পে তৃতীয়বারের মতো হামলা চালাল তালেবান জঙ্গিরা। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।