শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আপনারা কাকে রাজাকার বলেন নাই?

আপনারা কাকে রাজাকার বলেন নাই?

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা জাতিকে বিভ্রান্ত করছেন। আপনারা কাকে রাজাকার বলেন নাই? তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, একে খন্দকার- কাউকেই আপনারা সম্মান দেন না।’

বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র কনভেনশনের প্রথম ধাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কনভেনশনের দ্বিতীয় ধাপে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা করতে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের’ উদ্যোগে রাজধানীতে সাবেক ও বতর্মান ছাত্রনেতাদের নিয়ে ছাত্র কনভেনশন শুরু হয়েছে। যারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই এ কনভেনশনে যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফখরুল ইসলাম বলেন, ‘ইট মারলে পাটকেল খেতে হবে। তারেক রহমান ইতিহাসের কিছু সত্য তুলে ধরেছেন মাত্র, তাতেই এতো গাত্রদাহ কেন? আপনারা যে ভাষায় কথা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে নিয়ে যেভাবে কথা বলেন, সেসব বক্তব্য কি আপনারা খেয়াল করে শুনেছেন?’

তিনি বলেন, ‘অত্যন্ত কঠিন সময়ে এ ছাত্র কনভেনশন হচ্ছে। চলমান সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ফখরুল তার বক্তব্যে পাকিস্তানের স্কুলে তালেবান হামলার সমালোচনা করে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান।