রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > আন্দোলনে নামায় অভিনেত্রীকে পিটিয়ে জেলে পাঠাল পুলিশ!

আন্দোলনে নামায় অভিনেত্রীকে পিটিয়ে জেলে পাঠাল পুলিশ!

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
ভারতে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলছে দেশটিতে। সর্বস্তরের মানুষ এই আইনের প্রতিবাদ জানাচ্ছে। এই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন বিনোদন জগতের অনেক তারকাও। এবার এই আন্দোলনে নেমে পুলিশের মার খেয়ে জেলে যেতে হলো এক অভিনেত্রীকে।

ভারতের লখনউতেই প্রতিবাদে মাঠে নামেন অভিনেত্রী সদাফ জাফর। প্রতিবাদ মিছিল থেকে তাকে মারধর করে গ্রেফতার করে নিয়ে যায় লখনউ পুলিশ। নির্মাতা মীরা নায়ারের অভিযোগ সাদাফকে জেলে নিয়েও মারধরও করা হয়েছে।

জানা গেছে, সাদাফ লখনউয়ের মিছিল থেকে ফেসবুক লাইভ করছিলেন। ফেসবুক লাইভ চলাকালীনই তাকে গ্রেফতার করে পুলিশ।

মীরা বলেন, ‘যোগীরাজ্যের রাজধানীতে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হয়েছিলেন সাদাফ। কিন্তু সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। এটা আমাদের নতুন ভারত। লখনউতে শান্তি বজায় রেখে প্রতিবাদ করায় তাকে আটক করা হলো এবং মারধর করা হলো। ওর মুক্তির দাবিতে আমার সঙ্গে যোগ দিন।’

মীরা নায়ারের পরবর্তী ছবি আ সুইটেবল বয় ছবিতে অভিনয় করেছেন সাদাফ জাফর। এই ছবিতে
আরও আছেন তাব্বু ও ঈশান খট্টর।