সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে: সুরঞ্জিত

আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে: সুরঞ্জিত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন, গভীরভাবে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সর্তক থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা সংগঠিত হচ্ছে।”
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নাজিম উদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। পত্র-পত্রিকায় দেখলাম তিনি, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা জানাবেন। গতকাল (বৃহস্পতিবার) রাজধানীতে আইএস’র জঙ্গির সঙ্গে যুদ্ধ অংশ নিতে চারজন দেশি জঙ্গি গ্রেফতার হয়েছে। এটা জামায়াত-বিএনপির ষড়যন্ত্রেরই একটি অংশ।”
তিনি বলেন, “দেশে যারা গণতন্ত্র বিশ্বাসী, ভোটাধিকারের বিশ্বাস করেন, স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করেন তাদের সবাইকে এক হতে হবে। সময় এসেছে, আমাদের মাঠে নামতে হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।”
সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করে বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। দেশে দুর্গাপূজা ও ঈদ একসঙ্গে শুরু হয়েছে। এটা জাতীয় উৎসবে রূপ নিয়েছে। আর বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে। পত্রপত্রিকায় দেখলাম, কিশোরগঞ্জ, জামালপুরে কয়েকটি পূজামণ্ডপ ভাঙচুর করা হয়েছে। এগুলো কিসের আলামত? এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে হবে।”
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী