রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকর্ডস

আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকর্ডস

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
ডেডলাইন মিউজিক কোম্পানি কাজ শুরু করে সেই ২০০৩ সাল থেকে। এই লেবেল কোম্পানি থেকে নিয়মিত সংগীতশিল্পী, আবৃত্তি শিল্পী, সিনেমার গান, নাটক এবং পুরো সিনেমার অডিও ভিডিও ক্যাসেট, সিডি এবং ডিভিডি প্রকাশ হয়েছে।

প্রায় দেড় যুগের পথচলায় জনপ্রিয় তারকা মোশাররফ করিম, অপূর্ব, নিশো, মেহজাবিন, তানজিন তিশা থেকে শুরু করে অনেকের নাটক, টেলিছবি এখান থেকে প্রকাশ হয়েছে।

এছাড়া সংগীত তারকা আসিফ আকবর, হাবিব, তাহসান, বালামসহ অনেক তারকা শিল্পীদের গান ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয়েছে। যা শ্রোতাদের মন ভরিয়েছে।

নতুন বছরে প্রতিষ্ঠানটি জানালো এক নতুন খবর। ডেডলাইন মিউজিকের কর্ণধার ফাহিম ইসলাম জানান, নতুন বছরে আর্ন্তজাতিক প্লাটফর্ম নিয়ে আসছে ডেডলাইন। যার নাম থাকছে ডেডলাইন রেকর্ডস। শুধু দেশীয় মিডিয়া না, আর্ন্তজাতিক শিল্পীরাও এই প্লাটফর্মে কাজ করবে।

ফাহিম বলেন, ‘দেশীয় শিল্পীদের সঙ্গে আর্ন্তজাতিক শিল্পীরা মিলিত হয়ে একসঙ্গে এই প্লাটফর্মে কাজ করবে। সে অনুযায়ী বেশ কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি ২০২১ সালের জানুয়ারির প্রথম দিকে যাত্রা শুরু করছে ডেডলাইন রেকর্ডস।’