ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইঁয়া স্টেডিয়ামে গত বুধবার এক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারতের জলপাইগুড়ি গ্রীণল্যান্ড ডুয়ারস ভেটেরান্স ক্লাব ও বাংলাদেশের নরসিংদী
সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যকার এই প্রীতি ম্যাচটিতে নরসিংদী জেলা সোনালী অতীত ক্লাব ১-০ গোলে জয়ী হয়। নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজিত ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
নরসিংদীর মাঠে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সংবাদ শুনে দুপুর থেকেই ফুটবল প্রেমিক দর্শকদের উপস্থিতি ছিল দেখার মত।
খেলা শুরু হয় বিকেল সাড়ে ৩টায়। অধিনায়ক নাজমুল হাসান ডিসেন্টের নেতৃত্বে নরসিংদী সোনালী অতীত ফুটবল ক্লাব বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। জলপাইগুড়ি গ্রীণল্যান্ড ডুয়াস ক্লাব দুই একটা সুযোগ পায়। ৬০ মিনিটের খেলায় শেষ মূর্হুতে তাজউলের একমাত্র গোলে জয়ী হয় নরসিংদী সোনালী অতীত ক্লাব।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ট্রফি ও মেডেল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, সদর ইউএনও এএইচএম জামেরী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, ইন্ডিয়ান টিমের সেক্রেটারী কৃষ্ণ কুমার দাস, সোনালী অতীত ক্লাবের সেক্রেটারী হাসানুজ্জামান খান, প্রফেসর সূর্য কান্ত দাস, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইঁয়া, ডিএফএ’র সভাপতি মিজানুর রহমান চৌধুরি, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদিন।