শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

শেয়ার করুন

বাংরাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আজ ৯ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

এদিকে দিবসটিকে সরকারিভাবে পালনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ, টিআইবির উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়েরসহ ইয়েস গ্রুপের শতাধিক সদস্য অংশ নেন।

‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’- প্রতিপাদ্য নিয়ে টিআইবির উদ্যোগে প্রতিবছরের ন্যায় আজ দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন, অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান, আলোচনাসভা, কার্টুন প্রদর্শনী, মানববন্ধনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ দুর্নীতিবিরোধী সনদ বাস্তবায়নে ইতিমধ্যেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্নীতিবিরোধী কার্যক্রমে সুশীল সমাজ এবং সাধারণ জনগণের দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাদের কথা বলা ও কাজ করার সুযোগকে সংকুচিত না করে বরং বিস্তৃত করতে হবে। দুর্নীতিবিরোধী দিবস সরকারিভাবে পালন এবং স্বীকৃতি প্রদানে প্রধানমন্ত্রীকেই সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলামেইল২৪ডটকম