সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ নানা দাবিতে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সংবাদ সম্মেলন

আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ নানা দাবিতে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সংবাদ সম্মেলন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, নারী যাত্রীদের জন্য বগি সংযোজনসহ বিভিন্ন দাবিতে শনিবার সকালে শহীদ বরকত স্টেডিয়ামের হলরুমে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে ও রোটারী ক্লাব অব গাজীপুর সেন্টাল’র সহায়তায় ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী সামসুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে প্রকৌশলী সামসুল হক জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও আসন বৃদ্ধি, টিকিট কাউন্টার বৃদ্ধি, নারী যাত্রীদের জন্য বগি সংযোজন, অফিসগামী যাত্রীদের জন্য টাঙ্গাইল কমিউটার ট্রেনটির টঙ্গী ও তেজগাঁওয়ে স্টপেজ প্রদান এবং তুরাগ ট্রেন ও কমিউটার ট্রেনটি যথাক্রমে সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা এবং জয়দেবপুর জংশনটিকে আধুনিকীকরণের দাবি জনান। দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচী চলবে।

সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল হাদী শামীম, গাজীপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলরুবা ফায়জিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা খালেদ মাহবুব মোর্শেদ কাজল প্রমুখ বক্তব্য রাখেন।

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন যাত্রীদের সেবা বৃদ্ধি ও রেলওয়ে কর্মকর্তাদের নানা দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সদস্য ও ট্রেন যাত্রী তাহমিন রহমান রীনা ট্রেনে নারীদের বগি সংযোজেন দাবি জানিয়ে বলেন, গাজীপুর থেকে ঢাকায় প্রতিদিন ২০-২৫ হাজার যাত্রী যাতায়াত করেন। সড়ক পথে উন্নয়ন কাজ চলমান থাকায় প্রতিদিন যাত্রীদের যানজটের কবলে পড়তে হচ্ছে। ঢাকা-গাজীপুরে যেতে বা ফিরতে ৩-৪ ঘন্টা করে সময় লাগছে। যানজট এড়াতে যাত্রীদের বিরাট একটা অংশ ট্রেন ব্যবহার করছে। সিট না পেয়ে পুরুষদের সঙ্গে ঠাসাঠাসি করে নারীদের দাঁড়িয়ে যেতে হচ্ছে।

যথাসময়ে ট্রেন ছাড়া, আসন বৃদ্ধি, ট্রেন যাত্রীদের নানা দুর্ভোগ লাঘব এবং সুবিধাবৃদ্ধিসহ জয়দেবপুর রেলজংশনকে আধুনিকায়ন করণের দাবি জানিয়েছেন।