বাংলাভূমি ডেস্ক ॥
মেয়র আনিসুল হকের প্রতি মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান সূচনা করছি। তিনি আমার একজন খুব প্রিয় মানুষ ছিলেন। আর আমিও হয়তো তার কাছে প্রিয় ছিলাম তাই তিনি রাত দিনে যে কোন সময় প্রয়োজন মনে করতেন ফোন করতেন। তিনি নির্বাচনে আসার আগেই তার একটি বিষয় আমাদেরকে খুব বেশি মুগ্ধ করেছিলো। সেটা হলো তিনি নির্বাচন জয়ী হওয়ার আগেই প্রকৌশলী ও স্থাপতিদের সাথে কথা বলেছিলেন। তিনি মিটিংয়ে সবে বলেছিলেন যে, আমি নির্বাচন করছি। নির্বাচনে জয়ী হলে ঢাকাকে পরিবর্তন করতে চাই। আর এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। তার এই বিষয়টা আমাদেরকে খুবই মুগ্ধ করেছিলো।
বৃহস্পতিবার চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্থাপনি মুবাশ্বের হোসেন।
তিনি আরো বলেন, আসলে আমাদের মেয়রদের হাতে তেমন কোন ক্ষমতা থাকে না। কিন্তু আমাদের মেয়র আনিসুল হক এই নাই ক্ষমতার মধ্য থেকে ক্ষমতাকে বের করে নিয়ে এসেছিলেন। তিনি অনেক কাজ করেছেন। আর তার আর একটি বিষয় হলো তিনি যেই বিষয়টিই সমাধান করতেন সেই বিষয়টি সমগ্রিকভাবে সমাধান করতেন। তিনি কাওরান বাজারকে ভালো একটি জায়গা বানানোর চেষ্টা করেছিলেন এবং সেই সাথে কাওরান বাজারের মানুষগুলোর জন্য আলাদা কর্মের ব্যবস্থাও করার চেষ্টা করছিলেন।
মুবাশ্বের হোসেন আরো বলেন, আমরা তার উপর ভরসা রেখেই বলতাম যে, আমরা চাইলেই ঢাকাকে জ্যাম থেকে মুক্ত করতে পারি। কিন্তু আজকে থেকে সেই কথাটি আর হয়তো বলতে পারবো না।
আমাদের সময়.কম