শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > আদিলুরকে মুক্তি দেয়ার আহবান মজিনার

আদিলুরকে মুক্তি দেয়ার আহবান মজিনার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রের মুক্তির জন্য সরকারের কাছে আহবান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। আজ রাজধানীর গুলশানে অধিকারের কার্যালয়ে অধিকার কর্মকর্তাদের সঙ্গে বেঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, আদিলুরের বিষয়টি নিয়ে তিনি এবং তার সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এসময় তার সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিভাগের লেজিসলেটিভ এসিস্ট্যান্ট টেরেন হেনরীসহ আরও কয়েকজন কর্মকর্তা। এর আগে দুপুর ১২ টার দিকে মার্কিন রাষ্ট্রদূত অধিকারের কার্যালয়ে যান। অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন। বেঠকে উপস্থিত ছিলেন অধিকারের প্রেসিডেন্ট সি আর আবরার, অধিকারের প্রতিষ্ঠাতা সদস্য সায়রা রহমান খান, পরিচালক নাসির উদ্দিন এলান ও সিনিয়র রিসার্চ তাসফিন ফাহমিনা। অধিকারের প্রেসিডেন্ট সি আর আবরার বলেন, আদিলুরের গ্রেপ্তার, কারাগারে ডিভিশন না দেয়া, অধিকার কর্মীদের হয়রানী ও অধিকার কার্যালয়ে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর নজরদারীর ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও তার সরকারের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন। আদিলুরের গ্রেপ্তার ও অধিকার নিয়ে নানা হয়রানির বিষয়টি শুধু মার্কিন সরকার নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও নজরে রেখেছে।