শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > আদমশুমারির তথ্য এনআরসিতে ব্যবহার করা হবে না: অমিত শাহ

আদমশুমারির তথ্য এনআরসিতে ব্যবহার করা হবে না: অমিত শাহ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (আদমশুমারি) তথ্য এনআরসিতে ব্যবহার করবে না বলে মন্তব্য করেছেন ভারতের বিজেপি সরকার।

ক্ষমতাসীন দলের সভাপতি অমিত শাহ বলেছেন, এনপিআরের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এনআরসির জন্য কোনো তথ্য সংগ্রহ করা হবে না। দুটি একবারে আলাদা প্রক্রিয়া। খবর জি নিউজের। নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় জ্বলছে ভারতের একাংশ। প্রতিদিনই চলছে বিক্ষোভ। এর মধ্যেই জনগণনার মাধ্যমে ‘সন্দেহজনক ভোটার’ চিহ্নিত করা হবে বলে আশঙ্কা বিরোধীদের।

সেই বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনসংখ্যা নথিবদ্ধ করবে। একেবারে ভিন্ন বিধি। এনপিআরের জন্য কেউ নাগরিকত্ব হারাবেন না। এনআরসিতে নাগরিকদের নথিবদ্ধ করা হবে। দুটি ভিন্ন প্রক্রিয়া।

অমিত শাহ আশ্বস্ত করেন, এনপিআর নিয়ে দেশের মানুষের মধ্যে কোনো ধরনের ভীতি থাকা উচিত নয়। বিশেষ করে সংখ্যালঘুরা আতঙ্কিত হবেন না। মুসলিমরা আমাদের ভাই। এনপিআরের তথ্য এনআরসির কাজে ব্যবহার করা হবে না।

এনপিআর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেরালা ও পশ্চিমবঙ্গ। দুটি রাজ্যকে এনপিআর প্রক্রিয়া চালু করার আর্জি করেছেন অমিত শাহ।