বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ব্রাহ্মণবাড়িয়া: ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলার ৫টি প্রকল্প উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন।
আশুগঞ্জে ৩টি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নাসিরনগর উপজেলার বলভদ্র সেতু ও ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন তিনি।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএমএস সাজ্জাদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন তিনটি ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিটগুলো হলো- ২ হাজার ১শ ১৬ কোটি টাকা ব্যয়ে ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্লান্ট, সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ১ হাজার ৪শ ২৮ কোটি টাকা ব্যয়ে ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনাইটেড পাওয়ার লিমিটেডের মডিউলার পাওয়ার প্লান্ট এবং প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৫১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্ট।
এদিকে, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ২১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলভদ্র নদীর উপর নির্মিত সেতু। এ ছাড়া এ সময় ভিত্তিপ্রস্থর করবেন ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯৬ দশমিক ৪২ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ৫৫ লাখ টাকা।