রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > আজ সুন্দরবন পরিদর্শন শুরু জাতিসংঘের যৌথ মিশনের

আজ সুন্দরবন পরিদর্শন শুরু জাতিসংঘের যৌথ মিশনের

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে অবস্থান করা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের যৌথ মিশনের চার সদস্য আজ (বুধবার) থেকে সুন্দরবন পরিদর্শন শুরু করবেন।

যৌথ মিশনের সদস্যরা দুপুরে বাগেরহাটের মোংলা থেকে নৌযানে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনের চারপাশের শিল্পকারখানা পরিদর্শন শুরু করবেন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

রিয়েক্টিভ মনিটরিং মিশন নামের ওই দলটির বেশির ভাগ সদস্যই বিজ্ঞানী ও গবেষক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির পক্ষ থেকে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের পূর্বশর্তগুলো কতটুকু পালন করা হচ্ছে, প্রতিনিধি দলটি তা দেখবে।