আকরাম হোসেন রিপন
গাজীপুর: ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জননেতা আবদুর রশীদ তারা মাস্টারের ৪৬ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ তার নিজ গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরআহাম্মদপুর গ্রামে স্মরণসভা, মিলাদ ও কুরানখানির আয়োজন করা হয়েছে।
যানা যায়, আবদুর রশীদ তারা মাস্টার ১৯৪২ সালের পহেলা নভেম্বর নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরআহাম্মদপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলনে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে ছিলেন। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রনেতা হিসেবে দেশের অসা¤প্রদায়িক শোষণ নিপীড়ণ থেকে মুক্তির লড়াইয়ে আত্মনিবেদিত ছিলেন। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভূত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ শালের ২৫ শে মার্চের কাল রাত্রির পর মনোহরদীতে হাজার হাজার লোক নিয়ে জয় বাংলার মিছিল করে পাকিস্থানী পতাকা পুড়ে ফেলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। ১৯৭০ ও ৭২ সনে নরসিংদী জেলার মনোহরদী বেলাব আসনে জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন করেন।
তিনি শিক্ষকতার পেশায় নিবেদিত হয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ১৯৬২ সালে কপালেশ্বর উচ্চ বিদ্যালয় ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় ১৯৭২ সালে সাগরদি গার্লস হাইস্কুল, মনোহরদী কলেজ প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য তিনি ১৯৭৬ সালের ২৬ ফেব্রæয়ারি দূর্বৃত্তদের হামলায় নিহত হন।