রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। যথাযোগ্য মর্যাদায় পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। বিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় দনিরাপদ পুষ্টিকর খাবার : সুস্থ জীবনের অঙ্গীকারদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা সভা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ও সচেতসতামূলক কার্যাবলি ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করছে। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্যান্য জেলা ও উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে।
বিদসটি উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, দসরকার জনস্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা সুবিধা বৃদ্ধি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।দ
এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আগামী ৯ এপ্রিল থেকে রাজধানীতে শুরু হচ্ছে। ‘রিয়ালাইজিং ইউনিভার্সাল হেলথ কাভারেজ (ইউএইচসি) গোলস: এন ইন্টারন্যাশনাল পলিসি এ্যান্ড সলিউশন কনফারেন্স’ আগামী ৯-১১ এপ্রিল রাজধানীর হোটেল র্যাডিশন ব্লু’তে অনুষ্ঠিত হবে।