বাংলাভূমি২৪ ॥ নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে দেশব্যাপী জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে নাটোরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন।
স্থানীয় ২০ দলীয় জোটের উদ্যোগে জেলার নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে জানিয়েছেন, বিএনপি প্রধান গুলশান বাসা থেকে রওনা দিয়ে আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল, চন্দ্রার মোড়, বঙ্গবন্ধু সেতু হয়ে নাটোর জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখান কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল পৌনে ৪টার দিকে জনসভায় বক্তব্য দেবেন। জনসভা শেষে রাতেই বিএনপি প্রধান ঢাকা ফিরবেন বলে জানান তিনি। ওই জনসভাটি ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ১ নভেম্বর করা হয়। নাটোর সফরের পর কুমিল্লা ও কিশোরগঞ্জে আরো দুটি জনসভা করবে ২০ দলীয় জোট।