শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আজহা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।কমলাপুর স্টেশনে সকাল সাতটা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
যারা বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের একমাত্র ভরসা এখন ট্রেনের টিকিট।গত ১৫ সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।ইতোমধ্যে সব রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ।যে কারনে এবার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের চাপ থাকবে বেশী।
এবছর ঈদুল আজহা পালিত হবে ৬ অক্টোবর। বাংলাদেশ রেলওয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য প্রতিবারের মতো এবারও অগ্রিস টিকিট বিক্রি করবে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। এরপর ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইলে দেওয়া হবে।
টিকিট বিক্রিতে যাতে কোন ঝামেলা না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারী রোধে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, আগামী ৩ অক্টোবর থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট বিক্রি হবে।
রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন জানান, এবার ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে। যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে মহাপরিচালক জানান।