শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > আজ থেকে চট্টগ্রামের ৬০ রুটে পরিবহন ধর্মঘট

আজ থেকে চট্টগ্রামের ৬০ রুটে পরিবহন ধর্মঘট

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার ৬০টি রুটে পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম শ্রমিক ও মালিকরা।

মঙ্গলবার দুপুরে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

আন্তঃজেলা বাসা মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বেপরোয়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ২৪ ঘণ্টার এ ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি জানান, এ ধর্মঘটের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬০ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সকালে স্টার লাইন পরিবহনের ৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৪০ গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা ও শিার্থীরা।

এর আগে সকালে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিার্থী মোহাম্মদ রুবেল স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন। এর প্রতিবাদে সীতাকুণ্ড বাইপাস এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা।