সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > আজ ঢাকা ছেড়েছে ৫টি হজ ফ্লাইট ও বাতিল হয়েছে একটি

আজ ঢাকা ছেড়েছে ৫টি হজ ফ্লাইট ও বাতিল হয়েছে একটি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে ৫টি হজ ফ্লাইট ও বাতিল হয়েছে একটি । বিমান কর্তৃপক্ষ জানিয়েছে আজ আরও চারটি ফ্লাইট রয়েছে। সকালে চট্টগ্রাম থেকেও একটি ফ্লাইট ছেড়ে গেছে।

বাড়িভাড়া, ভিসা জটিলতা এবং এজেন্সির গাফিলতিসহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় ৪২ হাজার হজযাত্রীর।

সময়মত ভিসা না হওয়ায় এবার প্রথম থেকেই বিমানে যাত্রী সংকট দেখা দিয়েছে। আটকে পড়েছে প্রায় নয় হাজার হজযাত্রী। তাদের জেদ্দা পাঠাতে অতিরিক্ত ১৪টি ফ্লাইটের কার্যক্রম ১২ আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

তবে, ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে সূত্র জানায়। অবশ্য হজ অফিসের অভিযোগ, ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে।