শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > আজ আবারো সাইবার হামলার আশঙ্কা

আজ আবারো সাইবার হামলার আশঙ্কা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বিশ্বব্যাপী একযোগে ১৫০টি দেশে ২ লাখ কম্পিউটার সিস্টেমের ওপর সাইবার আক্রমণের পর আজ (১৫ মে) আবারও হামলার আশঙ্কা করছে নিরাপত্তা বিশ্লেষকরা।

গত শুক্রবারের সাইবার হামলার রেশ যেতে না যেতেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আজ আরেক দফা হামলার আশঙ্কা রয়েছে।

কারণ হিসেবে তারা বলছেন, সপ্তাহান্তর ছুঁটি কাটিয়ে আজ (সোমবার) ইউরোপÑআমেরিকার কোটি মানুষ কাজে ফিরবে। ফলে কম্পিউটারের চাহিদা থাকবে অনেক বেশি। তাই আজ আরও এক দফা সাইবার হামলার আশঙ্কা করছে তারা।

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট র‌্যানসমওয়্যার সাইবার হামলার ঘটনাকে কম্পিউটার প্রযুক্তি বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার কথাই মনে করিয়ে দিয়েছে বলে উল্লেখ করেছে। মাইক্রোসফট বলছে, এই হামলার সময় হ্যাকাররা পুরনো সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেসব কম্পিউটারে ব্যবহার করা হতো মূলত তাদেরকেই টার্গেট করেছে। বিবিসি বাংলা