শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > আঙ্গুলে ইনজুরি নিয়েই রশিদের ইতিহাস

আঙ্গুলে ইনজুরি নিয়েই রশিদের ইতিহাস

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
অল্পের জন্য দেশের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হতে পারেননি আফগানিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান রহমত শাহ। থেমেছেন ৯৮ রানে। তবে ঠিকই আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম পাঁচ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে নিজের নামটি বসিয়েছেন ২০ বছর বয়সী তরুণ লেগস্পিনার রশিদ খান।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি দেরাদুন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভারের স্পেলে মাত্র ৮২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন রশিদ। তিনি ফিরিয়েছেন জেমস ম্যাককলম, কেভিন ও’ব্রায়েন, স্টুয়ার্ট পয়েন্টার, জর্জ ডকরেল এবং অ্যান্ডি ম্যাকব্রাইনকে।

অথচ ম্যাচ শুরুর আগে তার খেলা নিয়েই ছিল শঙ্কা। ডানহাতের মধ্যমার ইনজুরির কারণে রশিদ খেলবেন কি-না এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে মোহাম্মদ নাবী জবাব দিয়েছিলেন, ‘রশিদের ব্যাপারে চিন্তা করবেন না। পুরো ম্যাচজুড়েও যদি ব্যথা হয়, তবু সে খেলবে।’

শুধু খেলেছেন বললে ভুল হবে, ইতিহাস গড়েছেন রশিদ। তৃতীয় দিন শেষে নিজেই জানিয়েছেন আঙ্গুলের ব্যথার কথা। মাঝের আঙ্গুলে হওয়ায় বল গ্রিপ করতেও সমস্যা হচ্ছিল রশিদের।

তিনি বলেন, ‘নতুন বলে গ্রিপ করা খুব কঠিন ছিল কারণ আমার আঙুলে ইনজুরি রয়েছে। যে কারণে নতুন বল নিয়ে ঠিক জায়গায় পিচ করতে বেশ বেগ পেতে হয়েছে। এখন মোটামুটি ঠিক আছে। আশা করছি দুইদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’

এসময় তিনি আরও বলেন, ‘সেসময় বোলিং করা বেশ কষ্টসাধ্য ছিল। কারণ নতুন বলটা যখন শক্ত থাকে তখন গ্রিপ করতে পারছিলাম না। বলটা পুরনো হওয়ার পর কাজ সহজ হয়েছে। তবে আমি আমার সেরাটা দিয়েই চেষ্টা করেছি। কারণ আপনাকে দলের জন্য এটা করতেই হবে, দেশের জন্য করতেই হবে। দলের জন্য শতভাগ দেয়া ব্যতীত কোনো পথ নেই।’