শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘আগে শান্তি, পরে সংলাপের ভাবনা’

‘আগে শান্তি, পরে সংলাপের ভাবনা’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ২০ দলীয় জোটের সংলাপ ও নির্বাচনের দাবিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, ‘হরতাল-অবরোধ প্রত্যাহার করে আগে তারা দেশে শান্তি ফিরিয়ে আনুক, তারপর সংলাপের বিষয়ে দেখা যাবে।’
তবে হরতাল প্রত্যাহারের পর সংলাপ হবে কি না এ বিষয়ে নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
শনিবার রাতে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসি-বাংলাদেশ সংলাপে ‘বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো পথ খোলা আছে কি না’ দর্শকদের এমন প্রশ্নের উত্তরে প্যানেল আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে আরেক প্যানেল আলোচক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ সংলাপ এবং সমঝোতা।’
একই সঙ্গে সংলাপের উদ্যোগ সরকারকে নিতে হবে বলেও মত দেন তিনি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেন খালেদ বলেন, ‘সমাধানের পথ হচ্ছে সংলাপ। আর ক্ষমতা ব্যবহার করে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়।’
অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, সমাধান করতে সংলাপে বসতে হবে।
অপর এক প্রশ্নের উত্তরে এইচ টি ইমাম বলেন, ‘বিএনপিকে আগে নির্বাচন দেওয়ার দাবি থেকে সরে আসতে হবে। এরপর অন্য বিষয় নিয়ে ভাবা যাবে।
তিনি আরো বলেন, ‘এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় যে, দুইপক্ষ বসলাম আর যুদ্ধ থেমে গেল।’
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ আরো সংঘাতের দিকে চলে যাবে কি না- এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতা রাখতে চাইলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এমনকি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে।’
এ বিষয়ে এইচ টি ইমাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যা করা হচ্ছে সেগুলোকে আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলব না। জনগণের জীবন বাঁচানোর জন্য এসব করা হচ্ছে।’
বর্তমান সংকটের সমাধান না হলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ঢাকাকে বর্তমানে কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে। বর্তমান সংকটটি রাজনৈতিক। রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। তা না হলে গৃহযুদ্ধ কেন, দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে।’
অপর এক প্রশ্নের উত্তরে মাহবুব হোসেন বলেন, ‘সরকারদাবি মেনে নিয়ে অর্থবহ নির্বাচনের সময় নির্ধারণ করলে এক ঘণ্টার মধ্যে হরতাল-অবর্ধো বন্ধ করা হবে।’ বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক