বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দুর্নীতিবাজদের ধরতে তৎপরতা বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আগের তুলনায় বেড়েছে গ্রেফতারের সংখ্যাও। বাড়ছে মামলার বিচার কার্যক্রমের গতিও। দুদক কর্মকর্তারা বলছেন, জনবলের অভাবে প্রত্যাশা অনুযায়ি কাজ করা যাচ্ছে না। আর দুর্নীতি দূর করতে সব নাগরিকের তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা।
সাম্প্রতিক সময়ে দুর্নীতির বিরুদ্ধে এমন অভিযান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গ্রেফতারও করা হয়েছে অনেককে। প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান চালাচ্ছেন দুদকের কর্মকর্তারা।
রোববার নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়। এর আগে, ৮ ফেব্রুয়ারি বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে এক কর্মকর্তাকে গ্রেফতার করে দুদক। একইদিন ঘুষ নেয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পরদিন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা।
দুদকের এমন ভূমিকার প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। দুদক আন্তরিক হলে, দেশ থেকে দুর্নীতি অনেকটাই কমবে বলে বিশ্বাস তাদের।
তবে, শুধু দুদক নয়, দেশ থেকে দুর্নীতি দূর করতে সব নাগরিকেরই তৎপর হওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ।
এদিকে, জনবল সংকটসহ বেশকিছু সীমাবদ্ধতা থাকলেও, আগের তুলনায় দুদক গতিশীল হয়েছে বলে জানান সং¯’ার মহাপরিচালক।
দুদকের দায়ের করা মামলাগুলোর বিচার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
সূত্র: একুশে টিভি