বাংলাভূমি ডেস্ক ॥
ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরামর্শ দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা গেছে, বৈঠকে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী আগামী মে মাসে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের কথা জানান। মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভালো কোনো দিন দেখে সম্মেলনের তারিখ ঠিক করার কথাও তিনি বলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ মার্চ ছাত্রলীগের ২৯তম সম্মেলন করার নির্দেশ দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই সম্মেলন স্থগিত করা হয়।
উল্লেখ্য যে, এর আগে ছাত্রলীগের ২৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সূত্র: যমুনা টিভি