আন্তর্জাতিক ডেস্ক ॥
ব্রিটিশ সরকার আগামী বসন্তে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের বৈঠক নিয়ে ব্যস্ত থাকবে। তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফর নিয়ে প্রস্তুতি নেওয়ার আপাতত ফুরসত নেই। এ কারণে আগামী বছর গ্রীষ্মের আগে ট্রাম্প ব্রিটেন সফর করছেন না। এছাড়া ব্রিটিশ রাজপরিবারও এসময় কমনওয়েলথ সম্মেলন নিয়ে ব্যস্ত থাকবেন বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে সময় দেওয়া রাজপরিবারের সদস্যদের পক্ষেও সম্ভব হবে না। এ তথ্য জানিয়েছেন, এক শীর্ষ ব্রিটিশ কূটনীতিক। এক্সপ্রেস সিও
এছাড়া আগামী বছর ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক ও মুক্ত বাণিজ্য সহযোগিতা নিয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনায় ব্রিটিশ সরকারের ব্যস্ততা আরো বেড়ে যাবে। তবে ব্রিটিশ সরকারের এত ব্যস্ততার মাঝেও প্রেসিডেন্ট ট্রাম্পের এক সংক্ষিপ্ত সফরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ তিনি এসময় ব্যক্তিগত ব্যবসার কারণে ইউরোপে থাকতে পারেন। স্কটল্যান্ডে ট্রাম্পের দুটি গলফ রিসোর্ট রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানান। তবে ট্রাম্পের ব্রিটেন সফর নিয়ে দেশটির মানুষ অনলাইন জরিপে তীব্র বিরোধিতা করার পর ট্রাম্প নিজেও দেশটি সফরের আগে এধরনের বিরোধিতা উপশমের বিষয়টিকে গুরুত্ব দেন। গত মাসে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তার দেশে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের কথা উল্লেখ করেননি যা রাষ্ট্রীয় সফর হিসেবে সাধারণত রানি উল্লেখ করে থাকেন।