বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য ফের শুরু

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য ফের শুরু

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, আখাউড়া ॥ আখাউড়া স্থলবন্দর পাঁচদিন বন্ধ থাকার পর ফের আমদানি-রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ত্রিপুরারাজ্যের আগরতলায় মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দর বাণিজ্যের কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ-ভারত দু’দেশের বাণিজ্য সম্পর্কে উন্নয়নে আখাউড়া স্থলবন্দর সীমান্তের আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোস্টের বা আন্তঃশুল্ক স্থলবন্দর সদ্য উদ্ধোধন করা হলেও খরচ বেড়ে যাওয়ায় এ স্থলবন্দর দিয়ে সব ধরণের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, পণ্যবাহী ট্রাক প্রবেশ, পণ্য লোড-আনলোড (উঠানো-নামানো), পণ্য সামগ্রী বন্দরে অবস্থান ও বাহির হওয়ার বর্তমানে যে ‘ফি’ দিতে হয় তা আগে থেকে অনেক বাড়িয়ে দেয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা তিন থেকে চারগুন করা হয়েছে। আবার আগে নিজেদের উদ্যোগে পণ্য লোড-আনলোড (উঠানো-নামানো) গেলেও এখন সরকার নির্ধারিত ‘ফি’ দিয়ে সরকারি ভাবেই পণ্য সামগ্রী উঠাতে-নামাতে হবে। এতে পণ্য রফতানিতে খরচ বেড়ে গিয়ে লোকসানের আশঙ্কায় সেখানকার ব্যবসায়িরা অতিরিক্ত মাশুল আদায়ের প্রতিবাদে গত তিনদিন যাবৎ আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আন্তঃশুল্ক স্থলবন্দর বন্ধ থাকায় সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ভারতীয় ব্যবসায়িদের সিদ্ধান্তে গত সোম, মঙ্গল ও বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রফতানি বাণিজ্য হয়নি। এদিকে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) উদ্ধোধন উপলক্ষ্যে মন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে গত শনি ও রবিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোষ্টের বা আন্তঃশুল্ক স্থলবন্দরের এ সমস্যা সমাধানে মঙ্গলবার দিনভর ত্রিপুরারাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চেীধুরীরর সঙ্গে ত্রিপুরারাজ্যের ব্যবসায়িরা বৈঠক করেছে। বৈঠকের সীদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে মাছ রফতানীর মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আবার শুরু হয়েছে বলে আগরতলা ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুল জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালুর কারণে রপ্তানি খরচ বেড়ে যাওয়ায় প্রভাবে ত্রিপুরারাজ্যের ব্যবসায়িদের সিদ্ধান্তেই গত তিন দিন যাবৎ আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ত্রিপুরারাজ্যে রফতানি মুখী বিভিন্ন পণ্য নিয়ে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দরে আটকা পড়ে ছিল। আজ বৃহস্পতিবার সকালে ত্রিপুরাতে মাছ রফতানির মধ্য দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হওয়ায় ভোগান্তি থেকে রক্ষা পেল দেশের ব্যবসায়ীরা।