বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ পরিচালনার অর্থের অভাব ও কর্তৃপক্ষহীনতায় তাদের সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানী উত্তরায় প্রতিষ্ঠানটির কার্যা লয়ে এক সংবাদ সম্মেলনে ইউনাইটেডের পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন এম ইলিয়াস এ ঘোষণা দেন।
ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সবকটি ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়ার পরপরই কাউন্টারটি বন্ধ করে দেয় কর্মকর্তারা। কিন্তু যাত্রীরা তাদের পূর্ব নির্ধারিত ফ্লাইট অনুযায়ী বিমানবন্দরে আসেন। কিন্তু সি-রোতে অবস্থিত ইউনাইটেড এয়ারওয়েজের কাউন্টার বন্ধ দেখার পরপরই তারা বিক্ষোভ করতে থাকেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসমা আরা জাহান বলেন, রাত সোয়া ৮টার সময় ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট দোহা মাসকট যাওয়ার কথা ছিলো। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ার কারণে কর্মকর্তারা তাদের কাউন্টার বন্ধ করে দেন। যাত্রীরা কাউন্টার বন্ধ দেখার পর বিক্ষোভ করতে থাকেন।
ইউনাইটেড এয়ারওয়েজ ব্যাক্তিমালিকানাধীন খাতে দেশের সবচেয়ে বড় ও ব্যবসা সফল আকাশ পরিবহন কোম্পানি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৭ সালের ১০ জুলাই থেকে এর প্রথম ফ্লাইটের যাত্রা শুরু হয়েছিল। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক