স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্রের নাম ধরে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষ ভোট দেওয়া থেকে বিরত ছিল। তাই এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।
আজ রবিবার বিকেলে রাজধানীর কাকরাইলে অবিস্থত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার ও সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। জনগণকে জিম্মি করে তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে।
ফখরুল বলেন, ক্ষমতায় থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সরকার।
বিএনপির এই মুখপাত্র বলেন, ক্ষমতার জোরে এই সরকার যেসব আইন পাশ করে চলেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তিনি বলেন, ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। তাই এ নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই। বিএনপি চুপ করে বসে থাকবে না।
ফখরুল বলেন, বিরোধী দল যাতে আগামী দিনে রাজনীতি করতে না পারে সে জন্য তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিটে তারেক রহমানের নাম না থাকলেও নতুন করে তাঁর নাম জড়ানো হচ্ছে। উদ্দেশ্য একটাই তারেক রহমান ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা।
নবগঠিত ঢাকা মহানগর বিএনপির কমিটিকে ধন্যবাদ জানিয়ে ফরুল বলেন, আশা করি আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন বেগবান ও শক্তিশালী হবে এই নবগঠিত নেতৃত্বে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগরের নবনির্বাচিত সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আ ন হ ওবায়দুর রহমান চন্দন, কণ্ঠশিল্পী বেবী নাজনীন প্রমুখ।