শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ‘আওয়ামী লীগের কোনো ভুল ধরিয়ে দিলে আপনি রাজাকার’

‘আওয়ামী লীগের কোনো ভুল ধরিয়ে দিলে আপনি রাজাকার’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
এই দেশে আপনি আওয়ামী লীগের কোনো ভুল ধরিয়ে দিলে- রাজাকার। বিএনপি-র কোনো সমালোচনা করলে- ভারতের দালাল বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করা কথাসাহিত্যিক জাকির তালুকদার।

তিনি তার ফেসবুকে আরো লিখেছেন, এই দেশে আপনি বামেদের কোনো সমালোচনা করলে- সিআইএ-র এজেন্ট। জামাতের বিরোধিতা করলে- নাস্তিক। হেফাজতের বিরোধিতা করলে- মুরতাদ। ভারতের সমালোচনা করলে- মুসলিম েেমৗলবাদী। পাক-েেসৗদির সমালোচনা করলে- হিন্দুত্ববাদী। আমেরিকার কোনো সমালোচনা করলে- গণতন্ত্রবিরোধী। চীন-রাশিয়ার সমালোচনা করলে- প্রগতিবিরোধী। সুন্দরবন রক্ষার কথা বললে- উন্নয়নবিরোধী। সুবিধাভোগী দালালদের বিরুদ্ধে কথা বললে- ঈর্ষাকাতর। নারী েেমৗলবাদের বিরুদ্ধে কথা বললে- মেল শভিনিস্ট পিগ। পুরুষতন্ত্রের নোংরা দিক নিয়ে কথা বললে- নারীর দালাল।

তাহলে আপনি কী করতে পারবেন? কী-ও করতে পারবেন না।

আমাদের সময়.কম