বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী’লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন ও মো. মনিরুল ইসলামের শুনানি আজ। নির্বাচনী আচরণবিধি-লঙ্ঘনের কারণ দর্শানোর নির্দেশ থাকায় তাদের গেজেট প্রকাশ বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সভাকক্ষে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে ইসির আইন শাখা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রুটিন দায়িত্বে থাকা কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের নেতৃত্বে অন্যান্য তিন কমিশনার ও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব শুনানিতে উপস্থিত থাকবেন।
গত ৭ জানুয়ারি আচরণবিধি-লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি। প্রার্থীরা ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। ইসির কারণ দর্শানোর নোটিশের জবাবে শুনানিতে উপস্থিত থাকার আবেদন করে এই দুই প্রার্থী। পরবর্তীতে ইসির শুনানির পূর্বে গেজেট প্রকাশ না করার বিরুদ্ধে আদালতে রিট করলে আদালত পুনরায় ইসিকে বিষয়টির সমাধানের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন স্থানীয় এক প্রার্থীর নির্বাচনী এজে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম