মোঃ আতোয়ার রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ আজ কুড়িগ্রাম জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
শাহজাহান সিরাজ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার কলেজ রোডের বাসিন্দা। তিনি বহু বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে উপজেলার সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, তিনি এই হামলার মূল পরিকল্পনাকারী এবং তিনি নির্দেশদাতা ছিলেন। ওই দিন সেই ঘটনায় ছাত্র ও সাধারণ জনগণের অনেকে আহত হন, যার কারণে এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, সভাপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, জমি দখল, নিয়োগ বাণিজ্য, পদ বিক্রি, এবং দলীয় প্রতীকে চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনসহ একাধিক অভিযোগ ছিলো। স্থানীয়দের অভিযোগ, তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন এবং দলের ভিতরে স্বজনপ্রীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।
আজ আদালতের নির্দেশে তার জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোয় ভূরুঙ্গামারী রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন উপজেলাবাসী। অনেকেই মনে করছেন, তার জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর মাধ্যমে স্থানীয় রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পথ উন্মুক্ত হতে পারে।