শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আইফোনে ফ্রিজের চেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়

আইফোনে ফ্রিজের চেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বর্তমান সময়ের অন্যতম শীর্ষ উদ্ভাবন আইফোন চালাতে বছরে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এ পরিমাণ বিদ্যুৎ বছরে একটি ফ্রিজের ব্যবহূত শক্তির পরিমাণকেও ছাড়িয়ে যায়। মার্কিন পরিবেশবাদী সংগঠন ব্রেক থ্রু ইনস্টিটিউটের এক জরিপে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।

বছরে একটি ফ্রিজ ৩২ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করে। অন্যদিকে একটি আইফোন ব্যবহার করে ৩৬১ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ। ব্রেক থ্রু ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপে এ তথ্য জানানো হয়েছে। এ শক্তি আইফোনে ব্যবহূত তারবিহীন যোগাযোগ, ডাটা ব্যবহার ও ব্যাটারি চার্জের ক্ষেত্রে ব্যবহূত হয়।

তবে বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে আরো বেশি বিদ্যুৎ শক্তি ব্যয় হয়। বিশ্বের ১০ শতাংশ বিদ্যুৎই এ খাত সচল রাখতে ব্যয় করা হয়। এর পরও একে অপেক্ষাকৃত কম বলে অভিহিত করেছে জরিপকারী প্রতিষ্ঠানটি।

তার বিহীন ব্রডব্যান্ডের নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে এ বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ আরো উল্লেখযোগ্য হারে বাড়বে।