সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > আইপিএল শেষ করে দুপুর ১২টায় ঢাকায় পা রাখছেন সাকিব

আইপিএল শেষ করে দুপুর ১২টায় ঢাকায় পা রাখছেন সাকিব

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

উত্তেজনা, আকর্ষণ আর দর্শকপ্রিয়তার আইপিএল শেষ। বাংলাদেশের মানুষ বুকভরা আশা নিয়ে বসে ছিল, সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ হবে চ্যাম্পিয়ন। কিন্তু অসি শেন ওয়াটসনের অতিমানবীয় ব্যাটিংয়ে শিরোপা স্বপ্ন ভেঙে তছতছ হয়ে গেছে সাকিবদের। ব্যাটিংটা তার মানের হয়নি। তারপরও বিশ্বসেরা অলরাউন্ডার মোটামুটি সফল একটি আইপিএলই শেষ করেছেন।

প্রশ্ন উঠেছে, আইপিএল তো শেষ, কি করবেন সাকিব? তামিম যেমন লর্ডসে ৩১ মে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি লন্ডন থেকে ভারতের দেরাদুন চলে যাবেন, সাকিবও কি তাহলে ভারতেই থেকে যাচ্ছেন? কাল রাতে আইপিএল শেষ হওয়ার পর থেকে এই কৌতুহলী প্রশ্ন টাইগার ভক্তদের মনে।

তাদের জন্য খবর, না, সাকিব মুম্বাইয়ে ফাইনাল শেষে দেশে ফিরে আসছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান আজ সকালে জাগো নিউজকে জানিয়েছেন, আইপিএল শেষে সাকিব দেশে ফিরে আসবেন। তবে কবে ফিরবেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। সাব্বির জাগো নিউজকে জানান, তার সাথে মোবাইলে যোগাযোগ ছিল সাকিবের। সেখানেই বিশ্বসেরা অলরাউন্ডার দেশে ফেরার খবরটি জানিয়েছেন।

সাব্বির খানের দেয়া তথ্য অনুযায়ী, সাকিব দেরাদুনে দলের সাথে যুক্ত হবে ৩১ মে। শেষ খবর, আজ (সোমবার) বেলা ১২টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের মুম্বাই-ঢাকা ফ্লাইটে স্বপরিবারে ফিরে আসছেন সাকিব। প্রসঙ্গতঃ আইপিএলে প্লে-অফ শুরুর আগে মেয়ে অব্রিকে নিয়ে ভারতে গিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে শিশির। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে জাতীয় দলের আমন্ত্রণ আছে, সেখানে যোগ দেয়ার কথা সাকিবেরও।

এদিকে, আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় দেশ ছাড়বে বাংলাদেশ দল। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সকাল দশটায় দলের ফ্লাইট। যেহেতু দেরাদুনে সরাসরি ফ্লাইট নেই, তাই টিম বাংলাদেশের প্রথম গন্তব্য দিল্লি। ঢাকা-দিল্লি ফ্লাইটের পর টাইগারদের দিল্লি-দেরাদুন কানেন্টিং ফ্লাইট ধরতে হবে।