স্টাফ রিপোর্টার ॥
গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রস্তাব ও পারস্পরিক সহায়তার আশ্বাসের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলন। শনিবার রাজধানীতে শুরু হয় পাঁচ দিনের এই সম্মেলন।
এবারের সম্মেলনে দুর্বল দেশের অভ্যন্তরীণ বিষয়ে সবল দেশের হস্তক্ষেপ বন্ধে, প্রথমবারের মতো একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল মঙ্গলবার ভোটের প্রস্তাবটি পাস হয়। সম্মেলনের শেষ দিন আজ এটি গৃহীত হওয়ার কথা রয়েছে। তীব্র খরায় ইয়েমেন, সাউথ সুদান, সোমালিয়া ও কেনিয়ায় দুর্ভিক্ষপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বানও জানানো হয় গতকাল।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এবারের সম্মেলনে বিশ্বের ১৩২টি দেশের স্পীকার, ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।