রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > আইন মন্ত্রণালয়ের খসড়া গ্রহণ করেননি আপিল বিভাগ

আইন মন্ত্রণালয়ের খসড়া গ্রহণ করেননি আপিল বিভাগ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির চূড়ান্ত খসড়া গ্রহণ করেননি আপিল বিভাগ। আপিল বিভাগ বলেছেন, আপিল বিভাগ থেকে দেয়া পরামর্শ গ্রহণ না করে আইনমন্ত্রণালয় তার উল্টোটা করেছে।

এর আগে শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে আইনমন্ত্রীর দেয়া ওই খসরা রোববার সকালে আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু আদালতের দেয়া পরামর্শের সঙ্গে মন্ত্রণালয়ের করা চূড়ান্ত খসড়ায় গরমিল ধরা পড়ে। এর পর আপিল বিভাগ তা গ্রহণ করেননি। এ সময় আদালতের বিচারপতিদের তোপের মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে বিষয়টি মীমাংসার জন্য আগামী বুধবার আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি।