স্টাফ রিপোর্টার ॥ আইন অমান্যকারী সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘এসব বিশ্ববিদ্যালয়কে সমস্যা সমাধান সাপেক্ষে সমাবর্তনের অনুমতি দেয়া হবে।’
বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে মহিলা আসনের সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ উত্তর দেন।
তিনি বলেন, ‘৭১টি বেসকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশিরভাগই গবেষণা খাতে অর্থ ব্যয় করছে। কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয় এ খাতে অর্থ ব্যয় করছে না। এ ধরনের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টি ছিল। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সংখ্যা ১০ এ নামিয়ে এনেছে। আইন অনুযায়ী, প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বার্ষিক বাজেটের ব্যয়খাতে মঞ্জুরি কমিশনের নির্ধারিত অংশ গবেষণার জন্য ব্যয় করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর মনিটরিং জোরদার করা হয়েছে।’
‘শিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য বন্ধে সরকার বদ্ধ পরিকর’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সার্টিফিকেট বাণিজ্যের কোনো সুযোগ নেই। যেসব বিশ্ববিদ্যালয় আইন না মেনে পরিচালিত হচ্ছে, সেগুলোকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেয়া হচ্ছে। যাদের পাঁচ বছর মেয়াদ শেষ হয়েছে তাদের স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত নতুন কোর্স/প্রোগ্রামের অনুমোদন দেয়া হচ্ছে না। ইতিমধ্যে এ ধরনের ১৫টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও আটটির নিজস্ব ক্যাম্পাস নির্মাণাধীন, পাঁচটির নকশা অনুমোদন ও সাতটি নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েছে।’
সিরাজগঞ্জ-৪ আসনের সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে স্বীকৃত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সংখ্যা ৬ হাজার ৮শ ৫৬টি। এরমধ্যে ১৫শ ১৯টি মাদরাসায় চারজন পর্যন্ত শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একহাজার টাকা হারে মাসিক বেতন পেয়ে থাকেন। এছাড়াও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা স্থাপন, মঞ্জুরি, কমিটি গঠন, শিক্ষক নিয়োগ, পরিচালনা সম্পর্কিত নীতিমালা এবং সুপারিশমালা সংক্রান্ত কাজ এগিয়ে চলছে।’
একমাত্র স্বতন্ত্র সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘দেশের ৪৯টি পলিটেকনিক ইন্সস্টিটিউটে এবং ৬৪টি স্কুল ও কলেজে বিভিন্ন পর্যায়ে কারিগরি শিক্ষা দেয়া হচ্ছে। ২হাজার একশ ৬৩টি স্কুল- কলেজ ও মাদরাসায় এএসসি ( ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) কোর্স চালু আছে। এরমধ্যে ১হাজার ৬শটি প্রতিষ্ঠান এমপিওভূক্ত।