শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আইটিউনস রেকর্ড ভাঙ্গল বিয়ন্স

আইটিউনস রেকর্ড ভাঙ্গল বিয়ন্স

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ অনলাইন সঙ্গীত জগতের ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রির দিক দিয়ে আইটিউনস রেকর্ড ভেঙ্গেছে বিয়ন্সের নতুন অ্যালবাম।

নিজের নাম ‘বিয়ন্স’ নামের অ্যালবামটি মাত্র তিন দিনে ছয় লাখ ২৮ হাজার ৭৭৩ কপি বিক্রি হয়েছে। শুক্রবার সকালে কোনো প্রকার ঘোষণা না দিয়েই বিয়ন্সের পঞ্চম স্টুডিও অ্যালবাম মুক্তি পায়।

সবচেয়ে বেশি বিক্রি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে রেকর্ড সংখ্যক ছয় লাখ ১৭ হাজার ২১৩ কপি বিক্রি হয়।

মূলত অ্যাপল আইটিউনস স্টোর এর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বলেছে, এর আগে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড ছিল জাস্টিন টিম্বারলেকের ‘২০/২০ এক্সপেরিয়েন্স’ অ্যালবামের। অ্যালবামটি গত মার্চে পাঁচ লাখ ৮০ হাজার কপি বিক্রি হয়েছিল। বিয়ন্স সে রেকর্ড ভেঙে ফেলেছেন।

বিয়ন্স ১৩ ডিসেম্বর অপ্রত্যাশিতভাবেই ‘বিয়ন্স’ অ্যালবাম মুক্তি দেন। এর পর থেকেই অনলাইন অ্যালবামটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়। আশ্চর্যের বিষয় হলো- বিয়ন্স এ অ্যালবামের জন্য কোনো প্রকার প্রচার চালাননি।

বিয়ন্সের অ্যালবামে ১৪টি নতুন গান এবং ১৭টি ভিডিও রয়েছে।

৩১ বছর বয়সী এ শিল্পী বলেন, ১৯৮৩ সালে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ ভিডিও তাকে উৎসাহ যোগায়। আর সে ধারণা থেকেই তিনি ‘ভিজ্যুয়াল অ্যালবাম’ এর কথা চিন্তা করেন।

তিনি বলেন, ‘এখন মানুষ কয়েক সেকেন্ড ব্যয় করে তাদের আইপডে গান শোনে।’