শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আইএসের বিরুদ্ধে অভিযানে কংগ্রেসে ওবামার প্রস্তাব

আইএসের বিরুদ্ধে অভিযানে কংগ্রেসে ওবামার প্রস্তাব

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে ৩ বছরের জন্য সামরিক হামলা চালানোর ব্যাপারে কংগ্রেসে অনুমোদন চেয?েছেন।
ওবামা বলেছেন, ইসলামিক স্টেটকে নিশ্চিহ্ন করে দেয?াই এখন লক্ষ্য। আইএস জঙ্গিরা অবশ্যই পরাজিত হবে।
ইরাক ও সিরিয?ার আইএস যোদ্ধাদের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন চাওয?ার পর হোয?াইট হাউজে দেয?া বক্তৃতায? ওবামা বলেন, “এই প্রস্তাবের মধ্য দিয?ে আমাদের মূল উদ্দেশ্য পরিষ্কারভাবেই প্রতিফলিত হচ্ছে। আর তা হলো আইএসকে নিশ্চিহ্ন করে দেয?া”।
ইরাক ও সিরিয?ায? আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের একটি অভিযান এখন অবশ্য চলছে, তবে তা চলছে প্রেসিডেন্টের সংবিধিবদ্ধ একক ক্ষমতাবলে।
“একটি ব্যাপক ও সমন্বিত কৌশলের মাধ্যমে ইরাক ও সিরিয?ায? আইএস যোদ্ধাদের বিরুদ্ধে স্থানীয? বাহিনীগুলোকে সহায?তা ও প্রশিক্ষণ দেয?া হবে।
সিরিয?ার বিরোধীদেরও অন্তর্ভূক্ত করা হবে। ওই অঞ্চলে আইএস বাহিনীর হামলা প্রতিহত করতে হবে” উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা প্রশাসনের এই পরিকল্পনায? সীমিত আকারে স্থল হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে, তবে মিস্টার ওবামা বলছেন, মধ্যপ্রাচ্যে আরো একটি দীর্ঘমেয?াদি যুদ্ধে জড?িয?ে যেতে চাইছে না তার দেশ।
তবে আইএস বাহিনীকে দমনে সময? লাগবে বলেও তিনি উল্লেখ করেন।
এজন্য আইন প্রণেতাদেরকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
আইএস যোদ্ধাদের দমন করতে ২০১৪ সাল থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয?ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক অভিযানে সামরিক বাহিনী মোতায?েনের জন্য কংগ্রেসের অনুমোদন চাওয?ার পর এই প্রথম অন্য কোনও মার্কিন প্রেসিডেন্ট একই ধরনের অনুমোদন চাইলেন । বিবিসি বাংলা।